![শিক্ষার আলো ডট কম](https://shiksharalo.com/wp-content/themes/s_a_faroque_up/images/main_logo.png)
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে নতুন যুক্ত হওয়া চারজন উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। এছাড়া আগের উপদেষ্টাদের দফতরে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এসব দফতর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাখাওয়াত হোসেনকে সরিয়ে লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে গত কয়েক দিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা ব্রিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হয় ১৭ সদস্যের দেশের বহুল আলোচিত অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো