বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩

তালতলী উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন মাওলানা মোঃ কামরুল ইসলাম

উপজেলা প্রতিনিধি   |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

তালতলী উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন মাওলানা মোঃ কামরুল ইসলাম

মাওলানা মোঃ কামরুল ইসলাম

বরগুনার তালতলী উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা পর্যায়) নির্বাচিত হয়েছেন তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ কামরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, তালতলী, বরগুনা কর্তৃক তাকে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সম্মানে ভূষিত করা হয়।

শিক্ষার মান নিশ্চিতকরণ, শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।


জানা গেছে অত্যন্ত দক্ষতার সাথে তিনি তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং উপজেলা জুড়ে সুনাম অর্জন করেছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক শিক্ষার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে মাওলানা মোঃ কামরুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের।


এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, মাদ্রাসার সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box


Posted ৫:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com