ডালিয়া পারভীন | সোমবার, ০৬ মে ২০২৪ | প্রিন্ট
দীর্ঘশ্বাসের ক্ষত।
ডালিয়া পারভীন
তোমাকে ছুঁতে গেলে
ধ্যানরত সন্ধ্যাতারা হয়ে পড়ে নিষ্প্রভ।
গুটিয়ে জটলা পাকায় কেউটে সাপের ফনা।
মরুভুমি হয়ে যায় সবুজ শ্রাবণের মেঠোপথ।
শুকিয়ে আসে নেত্র কোনার সাত সমুদ্র।
বলতে পারো কেন এমন হয়……?
সত্যি কী তুমি!
মৃত জলদের ভাসমান নাভিশ্বাস।
অস্পৃশ্য বিশ্বাসহীনের দিব্য নৌকা।
সতীর কোটরে অসতীর খেলাঘর।
প্রতারণার চোয়ালে প্রতারক ঊষার খোয়াব।
আসলে কী তুমি আমার কেউ?
ভাবনার পেয়ালে গরল আবির্ভূত…….।
জানি,প্রিয় তুমি নও, আমার নও।
মচকে যাওয়া এক দীর্ঘশ্বাসের ক্ষত।
Posted ৮:১১ অপরাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো