মুহাম্মদ আলী | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
আমি মুহাম্মদ আলী। আমার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। আমি এনটিআরসিএ এর তৃতীয় নিয়োগচক্রে সুপারিশপ্রাপ্ত হয়ে বাড়ি থেকে সাতশো কিলোমিটার দূরে দুর্গম উত্তাল সাগর পাড়ি দিয়ে এসে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের একটি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছি। এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি সবই আমার থেকে সম্পূর্ণ আলাদা। এখান প্রায় সব মানুষই আঞ্চলিক ভাষায় কথা বলেন। শিক্ষার্থীদেরও আঞ্চলিক ভাষা ছাড়া ভালোভাবে বোঝানো সম্ভব হয়না। এখানকার মানুষের মুখের ভাষা আমার কাছে বড়ই দুর্বোধ্য। আমার সহকর্নীরা যখন নিজেদের মধ্যে কথোপকথন করেন, তখন আমি বোঝার আশায় চরম উৎসাহ নিয়ে তাদের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকি শুধু। সিংহভাগ কথাই বুঝতে পারিনা। আবার স্থানীয় শিক্ষকেরা প্রয়োজনের অতিরিক্ত পিরিয়ড নিতেও দূরের শিক্ষকদের বাধ্য করেন। এছাড়াও কোনো ক্ষেত্র উনিশ বিশ হলেই হতে হয় নানাভাবে হেনস্তার শিকার। আমার চেয়ে বেশি শঙ্কা নারী শিক্ষকদের। নারী শিক্ষকেরা যৌন হয়রানির শিকারও হচ্ছেন।
আমার কর্মস্থল থেকে আমার একবার বাড়ি যাওয়া-আসায় সময় লাগে তিনদিন। যাতায়াত খরচ প্রায় ৫০০০ টাকা। দুই একদিনের ছুটিতে ইচ্ছে থাকলেও বাড়ি যাওয়া সম্ভব হয়না। পরিবারের কেউ অসুস্থ হলে তার পাশে থাকতে পারিনা। এমনকি নিকটাত্মীয় কেউ মারা গেলেও তার জানাজায়ও শরিক হতে পারিনা।
বেতন তুলনামূলক অনেক কম হওয়ায় স্ত্রী সন্তানকেও কাছে রাখতে পারিনা। ফলে দাম্পত্য কলহ লেগেই থাকে। সন্দ্বীপ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক ব্যয়বহুল জায়গা। ফলে যে বেতন পাই তা দিয়ে নিজে চলতে পারলেও পরিবারকে তেমন আর্থিক যোগান দেওয়া সম্ভব হয়না। এ বছরের কোরবানির ইদের পর ছুটি শেষে যখন এখানে আসি তখন শিপঘাটে এসে জানতে পারি সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। ফলে আমাকে ঘাটপাড়ে তিনদিন কাটিয়ে চতুর্থ দিনে সাগর উত্তাল থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপে আসতে হয়েছে। একটি কাঠের ট্রলারে আমরা প্রায় দেড়শো জন যাত্রী ছিলাম। প্রায় সবাই কান্না করেছি। বিশেষ করে আমরা যারা সন্দ্বীপের বাইরের ছিলাম। বিশাল ঢেউয়ের তোরে নৌকা ডুবুডুবু। এই দৃশ্য না দেখলে বিশ্বাস করানো খুবই কঠিন। আমার ট্রাভেল ব্যাগের সব কাপড় ও আমার প্রয়োজনীয় কাগজপত্র সবই ভিজে যায়। তখন মনে মনে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে একবার সহি সালামতে আর একবার বাড়ি পৌঁছে দাও। আমি আর এখানে আসব না। প্রয়োজনে চাকরিই ছেড়ে দেব।
আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আগে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতাম। সেটি ছেড়ে দিয়ে এখানে যোগদান করেছি। এখন চাকরিতে প্রবেশের বয়সও শেষ। এই চাকরিটা ছেড়ে দিলে কী করে খাব এই ভেবে চাকরিটাও ছাড়তে পারিনা। এটা ছেড়ে দিলে অন্য কোথাও চাকরি যে জুটবে, সেটাও অনিশ্চিত। এই চাকরিতে যোগদানের সময় ভেবেছিলাম পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কাছাকাছি কোথাও চলে যেতে পারব। কিন্তু পরবর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে আমাদের আবেদনের পথটাও রুদ্ধ করে দেওয়া হয়। সে আশাটাও ধূলিসাৎ হয়ে যায় আমার। প্রতিটা মূহুর্ত হীনমন্যতায় ভুগি। সত্যি সত্যিই মানসিকভাবে বড়ই বিপর্যস্ত। সুষ্ঠুভাবে শ্রেণিকার্য সম্পন্ন করতে পারি না। এমতাবস্থায় বদলি নিয়ে নিজ এলাকা কিংবা কাছাকাছি কোথাও যেতে পারলে আমি মানসিক প্রশান্তি পাব। মনে উৎফুল্লতা আসবে। আমার শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠুভাবে পাঠদান করতে পারব। বদলি যদি চালু না হয় তাহলে চাকরিটা আর বেশিদিন ধরে রাখতে পারব বলে মনে হয়না।
মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ শিক্ষা ব্যবস্থা পরিচালনায় অংশীজনদের নিকট প্রাণের আকুতি জানাই, অনুগ্রহ করে আমাদের শূন্য পদের বিপরীতে বদলি ব্যবস্থা চালু করার মাধ্যমে আমারমত ভুক্তভোগী শিক্ষকদের নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি করুন। নির্জীব শিক্ষক থেকে সজীব শিক্ষক হতে সহায়তা করুন। কোনো ঠুনকো অজুহাতে আর দূরের শিক্ষকদের আর আধুনিক যুগের ক্রীতদাস করে উন্মুক্ত কারাগারে রাখবেন না।
লেখক : মুহাম্মদ আলী
সহকারী শিক্ষক, পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসা
সন্দ্বীপ, চট্টগ্রাম।নিজ জেলা: কুড়িগ্রাম।
aalinu21bangla@gmail.com
[বি.দ্র: মতামতটি একান্তই লেখকের, যা হুবুহু প্রকাশিত হলো। এই লেখার সাথে পত্রিকা কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই]
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo
Posted ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো