বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের ভূমিকায় শ্রেয়ান ঘোষের কৃতিত্বের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

মায়ের ভূমিকায় শ্রেয়ান ঘোষের কৃতিত্বের স্বাক্ষর

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার শ্রেয়ান ঘোষ বাংলাদেশ স্কাউটস এর ২০২২ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সে উক্ত সালে মানিকগঞ্জ জেলায় একমাত্র কাব শিশু হিসেবে এ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া শ্রেয়ান বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে সে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ ম শ্রেণিতে লেখাপড়া করছে।

বিদ্যালয়ের ৭ ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করে শ্রেয়ান ঘোষ একাধিক শাখার সম্মিলিত মেধা তালিকায় এ+ গ্রেড পেয়ে প্রথম স্থান অধিকার করে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। সহশিক্ষাক্রমিক কার্যক্রমেও শ্রেয়ান সফলতার স্বাক্ষর রেখে চলছে। বিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪ এ শ্রেয়ান চিত্রাঙ্কন এবং সংগীত বিষয়ের প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার করে। বাংলাদেশ শিশু একাডেমি মানিকগঞ্জ জেলা শাখায় চিত্রাঙ্কন, সংগীত এবং আবৃত্তি বিভাগের ২০১৮-২০২০ শিক্ষাবর্ষের চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণ করে তিনটি বিভাগেই এ+ গ্রেড অর্জন করে।শ্রেয়ান বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ জেলা শাখার চিত্রাঙ্কন এবং সংগীত বিভাগের নিয়মিত প্রশিক্ষনার্থী।


জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় শ্রেয়ান একাধিকবার বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এ শ্রেয়ান বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগ হতে পরিচালিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ এ শ্রেয়ান চিত্রাঙ্কন বিষয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে।উক্ত প্রতিযোগিতায় শ্রেয়ান সংগীত বিষয়েও বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছিলো। জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেয়ান প্রায় একশত সনদপত্র অর্জন করেছে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল, মানিকগঞ্জ হতে পরিচালিত গণিত অলিম্পিয়াড ২০২২ এ শ্রেয়ান মেধাতালিকায় স্থান করে নিয়েছিলো।

শ্রেয়ানের এ অগ্রযাত্রায় তার মায়ের ভূমিকা অগ্রগন্য। উল্লেখ্য শ্রেয়ানের গর্বিত মা শিপ্রা সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ভবিষ্যত পথচলার ক্ষেত্রে শ্রেয়ান সকলের আশীর্বাদ প্রার্থী।


Facebook Comments Box


Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com