বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকের ভাবনায় ও আত্মতৃপ্তিতে আমি – কাজী সুপ্রভা ইসলাম

কাজী সুপ্রভা ইসলাম   |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

শিক্ষকের ভাবনায় ও আত্মতৃপ্তিতে আমি – কাজী সুপ্রভা ইসলাম

কাজী সুপ্রভা ইসলাম

“শিক্ষকের ভাবনায় ও আত্মতৃপ্তিতে আমি”- কাজী সুপ্রভা ইসলাম
উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, ঝিনাইদহ।

শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট তাদের বাবা ও মায়ের সমতুল্য’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ অভিভাবক ও বিশ্বাসের প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট সততা, ন্যায্যতা ও আদর্শের প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট সমস্যা সমাধানের উপায়’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট পক্ষপাতিত্বহীন নির্ভেজাল ভালোবাসার প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ও মহানুভবতার প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট ধৈর্য, সৈর্য ও শিখন কার্যে সহজ পারদর্শী’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট ন্যায়ভিত্তিক সফল ও সঠিক পথের পথ প্রদর্শক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট শ্রেণি কক্ষে সর্বোচ্চ কারিকুলাম ও উপকরণ প্রদর্শনকারী’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট বন্ধু ও প্রিয় আপনজন’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট ফাঁকিবাজহীন কর্মযোগ্যের প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট জ্ঞান-গরিমার ও অভিজ্ঞতার প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট শিখন কার্য আয়ত্ব করতে সহজ, সরল এবং সাবলীল’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট আদর, স্নেহ ও ভালোবাসা প্রতীক’ তখন আমি সফল।
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন শিক্ষার্থীদের নিকট আদর্শ শিক্ষক’ তখন আমি সফল।


সর্বপরি-
শিক্ষকের ভাবনায়, ‘আমি যখন প্রিয় শিক্ষার্থীদের আমার নিজের সন্তানের সমতুল্য ভাবতে পারি/পারব’ তখন আমি সফল।

লেখক : কাজী সুপ্রভা ইসলাম
সহকারী শিক্ষক, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, ঝিনাইদহ।


……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম 

ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo 


Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com