
অমেদুল ইসলাম | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট
অমেদুল ইসলাম
শিক্ষকরা হলেন মোমবাতির মতো। নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। শিক্ষকদের মধ্যে নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা, এবং ভালোবাসা এই সবকিছুই পাওয়া যায়। শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একটি জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়। শিক্ষকরাই তিলে তিলে গড়ে তুলেন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েই একটি দেশের সকল সূর্য সন্তানদের। তার বিনিময়ে তারা কখনোই বেশি কিছু পাননি।
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিভিন্ন দাবি বিগত ষোল বছরে শেখ হাসিনার নেতৃত্বের সরকার কর্ণপাত করেনি। বরং বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলনকারী অনেক শিক্ষকের চাকুরীচূত্য করেছেন।বিগত সময়ে শিক্ষকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ পুলিশ দিয়ে লাঠিচার্জ করে সমাবেশ ভন্ডুল করেছেন। পরবর্তীতে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে তৎকালীন শিক্ষা উপমন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের স্বমন্বয়ে ১১ জুলাই ২০২৩ শিক্ষকদের সাথে বসার কথা বলে এক বৈঠকে সাফ জানিয়েদেন জাতীয় নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়। জাতীয়করণের লক্ষ্যে সেসময় দুটি কমিটিও গঠন করা হয়।যা আন্দোলন বন্ধ করার প্রয়াস মাত্র। বাংলাদেশে বেসরকারি শিক্ষকরা গত ৫৩বছরে বিভিন্ন দাবি পূরণের জন্য আন্দোলন করে আসছে।দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে বলতে চাইলে শিক্ষকের দেখা করার সুযোগ দেওয়া হয়নি!
বর্তমান বেসরকারি শিক্ষকরা নানা ধরনের বঞ্চনার শিকার। অথচঃ একই কারিকুলামের অধীনে একই কাজে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সমান বৈষম্য। সরকারি ও বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধার তুলনা করলে একটি হতাশাজনক চিত্র ফুটে উঠে….
“সরকারি মাধ্যমিক পযার্য়ের শিক্ষকের প্রারম্ভিক বেতন ১৬ হাজার ৫শত টাকা। অন্যান্য সুযোগ সুবিধাসহ উত্তোলন করতে পারেন ২২ হাজার টাকা। অপর দিকে বেসরকারি শিক্ষকের প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫ শত টাকা।অন্যান্য সুযোগ সুবিধাসহ উত্তোলন করতে পারেন ১৩ হাজার ২ শত টাকা। সরকারি শিক্ষকের বাড়িভাড়া ভাতা মুল বেতনের ( ৪০-৫০)%, বেসরকারি শিক্ষকের মাসে ১ হাজার টাকা। সরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা মাসে ১৫০০ টাকা। বেসরকারি শিক্ষকের ৫০০ টাকা।সরকারি শিক্ষকের উৎসব ভাতা ১০০%, বেসরকারি শিক্ষকের ২৫%. সরকারি শিক্ষকের টিফিন ভাতা ৫%, বেসরকারি শিক্ষকের নাই।”
সরকারি শিক্ষকের ভবিষ্যৎ তহবিলে কর্তন ৫%, বেসরকারি শিক্ষকের ১০%.সরকারি শিক্ষকের অবসরকালিন ভাতা মূল বেতনের ৩০০%, বেসরকারি শিক্ষকের ৯০%. যা সরকারি শিক্ষকরা অবসরের সাথে সাথে তুলতে পারে কিন্তু বেসরকারি শিক্ষকরা আবেদন করতে পারেন চার বছর পর। পরবর্তীতে নিজের জমানো টাকা তোলার জন্য হাটতে হাটতে মৃত্যু বরণ করার আগে তুলতে পারবে কিনা গ্যারান্টি নাই!
নানাবিধ সমস্যার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ের শিক্ষকরা এই পেশায় আছেন মহাযন্ত্রণা নিয়ে। প্রতিদিন ২৭৩ টাকা পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চালাতে পারছেন না।তাই তারা শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় নিজেকে নিয়োজিত করছেন।এর ফেলে শিক্ষকতা পেশা ব্যহত হচ্ছে। এই মহান পেশায় মেধাবীরা আসছে না।
এমতাবস্থায় শিক্ষকদের মতামত আমাদের ছাত্ররা আন্দোলন করে ক্ষমতালোভী রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন আনতে পেরেছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে সমস্ত বেসরকারি শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করে এই বৈষম্য দূর করবে অচিরেই।
সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ, দেশের উন্নয়নের কথা চিন্তা করে যদি দেশের সমগ্র বেসরকারি শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা হয়, তাহলে মেধাবীরা শিক্ষকতায় পেশায় আসবে এবং এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
………………………………………………………………………………………………
লেখক : অমেদুল ইসলাম
প্রভাষক , চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ
চৌগাছা, যশোর ।
[বি.দ্র: মতামতটি একান্তই লেখকের, যা হুবুহু প্রকাশিত হলো। এই লেখার সাথে পত্রিকা কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই]
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo
Posted ১০:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |