সাজিয়া আফরিন | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
সুখপাখি
সাজিয়া আফরিন
আচ্ছা, তুমি কেন সুখপাখি?
আমি উড়ে উড়ে সবার কাছে যাই।
সুখের নাগাল দেই।
তাই আমি সুখ পাখি।
কিন্তু সবাই যে বলে সুখ সোনার হরিণ!
তাকে ধরা যায় না!
তোমাকে নিয়ে গান রচিত হয়-
“সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে।”
ওরা কেন তোমায় দেখতে পায় না?
ওরা দেখতে চায় না।
তাই দেখতে পায় না।
তোমরা যখন একসাথে হাঁটতে হাঁটতে
গান গেয়ে উঠো-আমি সেখানে থাকি।
তোমরা যখন ডায়নিং এ মজার গল্পে
মাস্তি কর,আমি সেখানে থাকি।
একলা থাকার রোমাঞ্চকর মুহূর্তে ও আমায় পাবে।
আমি সেখানেও থাকি।
এক কাপ চা-য়ে থাকি।
একটি গোলাপেও আমি থাকি।
প্রিয় কবিতায় থাকি।
প্রিয় লেখকের মাঝেও থাকি।
প্রিয় কারো কোনো কথাতেও আমায় খোঁজ
আমি সেখানেও থাকি।
প্রিয় স্মৃতিতে থাকি।
শিশির সিক্ত নরম পায়ে আমার বাস।
গোধূলীর রাঙ্গা আলোর মাঝেও
আমার বসবাস।
প্রিয় মানুষের হাতে,মুখে তুলে দেয়া
এক লকমা ভাতেও আমি আছি।
সুন্দর কিছু বিশ্বাসে আমি আছি।
আস্হা ও নির্ভরতার
একটি হাতে আমি আছি।
তোমার জন্য ছুটে আসা,
কারো কপালের একবিন্দু ঘামেও
আমায় খোঁজ,আমি সেখানে আছি।
কপালের ছোট্ট একটা চুমুতেও
আমায় পাবে।
আমি সেখানেও আছি।
উদাত্ত এই পৃথিবীতে
তুমি প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছ।
তুমি এখনো বেঁচে আছ।
এতেও আমার বাস।
এখানেও আমার নিবাস।
একটাই তো জীবন।
ছোট্ট এই জীবন।
পাশে থেকে যাওয়া সুখপাখিটাকে ধরো
সুখের আল্পনা আঁক।
Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো