শনিবার ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করবে মাউশি

  |   সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | প্রিন্ট

অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করবে মাউশি

নিউজ ডেস্ক।।শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর যেসব শিক্ষার্থী অনুপস্থিত থাকবে তাদের তালিকা তৈরি করে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হবে। ঝরে পড়া রোধে অনুপস্থিত শিক্ষার্থীদের না আসার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন।

রোববার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের আয়োজনে রাজধানীর ব্যানবেইজ ভবনে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সচিব এ কথা বলেন।


মাহবুব হোসেন বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদানের উপযোগী করে তুলতে নির্দেশ দেয়া হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে ক্লাস কার্যক্রম শুরু করা হবে। পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোন কোন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হচ্ছে না তার তালিকা তৈরি করা হবে। কেন তারা স্কুলে আসছে না তার কারণ খতিয়ে দেখা হবে।

সচিব বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। যারা ক্লাসে আসবে না তাদের তালিকা তৈরি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হবে। মাঠ কর্মকর্তাদের মাধ্যমে স্কুলে অনুপস্থিতির তালিকা তৈরি করে তাদের বাড়ি বাড়ি গিয়ে খোজ নেয়া হবে। বিদ্যালয়ে আসলে তাদের ক্ষতি হবে না বা ঝুঁকির মধ্যে পড়বে না অভিভাবকদের তা বোঝানো হবে। সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিমুক্ত করে তৈরি করতে হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাসউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমসহ শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
অফিস

১১৯/২, চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com