অলোকা রাণী সরকার | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
চলো স্কুলে যায়
অলোকা রাণী সরকার
চলো চলো সোনামনিরা
স্কুলেতে যায়।
লেখাপড়া শিখবো মোরা
নেইতো কোন ভয়।
স্কুলের শিক্ষক মশাই
আদর করে পড়ান,
খেলার ছলে কঠিন অঙ্ক
সহজে বুঝিয়ে করান।
অভিনয় আর গানের সুরে
কবিতা মুখস্ত হয়,
তালে তালে নেচে গেয়ে
মন ভরে যায়।
চলো চলো সোনামনিরা
স্কুলেতে যায়,
লেখাপড়া শিখে মোরা
দেশ গড়তে চায়।
পড়ার খাতায় ইচ্ছে মত
আঁকি কত ছবি,
গাছ- পালা,ঘর-বাড়ি
পুব আকাশে রবি।
আঁকা দেখে স্যার ম্যাম
অনেক খুশি হবে,
সৃজনশীল কাজের মাঝেই
প্রতিভা বিকাশ পাবে।
এমনি করে হেসে খেলে
স্কুলে দিন কাটে,
সকাল হলেই সোনামনিরা
দৌড়ে আসে মাঠে।
স্লিপার আর দোলনায় চড়ে
অনেক মজা পাই,
ভালো মানুষ হতে হবে
চলো স্কুলে যায়।
……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো