নাসরিন আক্তার ইতি | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সরি – sorry
নাসরিন আক্তার ইতি
দু’টি বর্ণে সাজানো তুমি
সমস্যা সমাধানের হাতিয়ার
শত অজুহাতে তোমায় ব্যবহার
সেই কাংখিত তুমি ‘সরি’।
তোমায় দেখি যতক্ষণে
বিশ্বস্ততায় নির্ধিধায়
ভরসায় অকপটে বলা
নিত্য তুমি ‘ সরি’।
নিজেকে দায় মুক্ত করতে
উর্ধ্বতনের নিয়মভাঙ্গায়
কর্মক্ষেত্রে তুমি অবিরত
একটি ভাষা ‘ সরি’।
প্রতিশ্রুতি বদ্ধ তুমি প্রিয়জনে
ক্ষনে ক্ষনে কন্দলে
আপোষে মিমাংসায় ‘সরি’।
একটি শব্দে বদলে যাবে
নিরুপায় এক মনুষত্ব
যাকে নিয়ে শত প্রতিক্ষার
অবসান হবে ‘সরি’।
অপরাধ আর ব্যর্থতার সুর
বাজাও করুণ সুরে
জিজ্ঞাসক কৌশলে জিজ্ঞাসে
নিরাতঙ্কে ধ্বনি ‘সরি’।
‘সরি’ বলে যাকে জানি
বড় পরিচিত তিনি,
সপ্তাংশতে হিমেল শীতল
ঝরনার স্রোত ধারা
সারল্যে যার উদারতা।
যা বদলে দিতে পারে জীবন
অন্ধকারে ডুবিয়ে ডুবে
নিজস্ব ভূবণ।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৮:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো