শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল সোমবার

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল সোমবার

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে অসন্তুষ্ট হয়ে যারা পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছেন তাদের ফল প্রকাশ করা হবে আগামীকাল (সোমবার)। ওই দিন ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফল দুপুরের পর একযোগে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ডর সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২৮ আগস্ট) এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। সব বোর্ডে ফল একসঙ্গে প্রকাশ করা হবে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনর্নিরীক্ষণের কাজ করছে। আশা করছি, এদিন দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন।


তিনি আরও জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

এদিকে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনর্নিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন।


Facebook Comments Box


Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com