শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৯৭৩১ জন, বহিষ্কার ৬ জন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৯৭৩১ জন, বহিষ্কার ৬ জন

চলমান এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা বোর্ডে, কম সিলেট বোর্ডে।

এছাড়া অসদুপায় অবলম্বন করায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করায় বহিষ্কার করা হয়েছে কুমিল্লা বোর্ডের একজন কক্ষ পরিদর্শকেও।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘নিয়ন্ত্রণ কক্ষ’ থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সাধারণ ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন। অনুপস্থিত ৯ হাজার ৭৩১ জন। মোট পরীক্ষার্থীর হিসাবে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্তিতির হার শূন্য দশমিক ৬৯ শতাংশ।


সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল।

এদিকে, মেডিকেলে ভর্তিতে সুবিধা পেতে অভিভাবকদের এসএমএস, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী


এক সপ্তাহ আগে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষার পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ভর্তিচ্ছুর রোল নম্বর পাঠিয়ে এসএমএস করেছেন অনেক অভিভাবক। এসএমএসে তাদের অধিকাংশের আবদারের ভাষা ছিল, ‘কিছু করা যায় কি না দেখবেন প্লিজ’। অভিভাবকদের এমন অনৈতিক অনুরোধে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সবক্ষেত্রে আমরা মানুষের দোষ খুঁজি। সরকারের দোষ খুঁজি, দায়িত্বপ্রাপ্তদের দোষ খুঁজি। কিন্তু আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! অভিভাবকরা এমন অনৈতিক আবদার করেন কীভাবে? এটা অত্যন্ত লজ্জাজনক। নৈতিক এ অধঃপতন নিয়ে অভিভাবকরা ছেলেমেয়েদের কী শেখাবেন?

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com