
| মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
“কবি কাজী নজরুল ইসলাম স্মরণে”- মারুফা লিজা
এই ধরণীর মহান কবি!
তুমি এদেশেরই সন্তান ;
তোমার লাগি আমরা কাঁদি,
কাঁদে গোটা ভুবন।
অন্যায়ের বিরুদ্ধে লড়েছ বলে- দিয়েছিল তোমারে কারাগারে ঠেলে।
সত্যের অগ্নিশিখা দাবাইয়া রাখিবে সাধ্য কি আছে কারো?
তাই তো তুমি জ্বলিয়া উঠিলে বিদ্রোহী হইলে আরো আরো।
যতই ভাবি বিস্ময়ে মরি, শিউরে উঠে সারা প্রাণ;
বন্দী থেকেও বিদ্রোহ করেছ, ভয় করোনি এতটুকুন।
কুলি-মজুরের অধিকার আনিতে, নারীর সন্মান প্রতিষ্ঠা করিতে;
সাম্যের গান গেয়েছ তুমি, ওগো মহান কবি!
তোমার মহিমায় ভাসিয়া যাক সমাজের কলুষিত সবি।
তোমার দৃষ্টিতে কত তেজ! কণ্ঠে অঢেল শক্তি,
জীবন দিয়ে লড়েছ তুমি, করোনি কিছুতেই আপত্তি।
তাইতো তোমারে আজো স্মরি, সহস্র শ্রদ্ধায় অতি ভক্তি ভরি।
তব একহাতে প্রেমের বাঁশরি, আর হাতে রণতূর্য;
অন্যায়ের অন্ধকার দূর করিতে- তুমি চিরদীপ্ত সূর্য।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |