শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কথা হয়নি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কথা হয়নি: প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

-সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কারও সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘(যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে) কেউ আমাকে এ কথা (তত্ত্বাবধায়ক সরকার ইস্যু) জিজ্ঞাসা করেনি। আসলে এ ব্যাপারে কোনও কথাই হয়নি।’

শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য শেষ হলে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক নিয়ে কোনও কথা বলেছেন কিনা? এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘না, আমার তো মনে পড়ে না। এ ধরনের কোনও কথা হয়নি।’

প্রধানমন্ত্রী ‍উল্টো জানতে চান ‘এ ধরনের কোনও কথা কোথাও হয়েছে কী না?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক বলেন, ‘এমনটা শোনা গেছে’। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এরকম কোনও হয়নি। তত্ত্বাবধায়ক সরকার-টরকার নিয়ে কেউ কোনও কথা বলেননি। আর তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা ২০০৭-০৮ এ হয়ে গেছে না আমাদের! তারপর আবার কেউ কি চায়? চাইতে পারে? আর এই ব্যবস্থাটা তো বিএনপিই নষ্ট করছে। এই সিস্টেমটা (তত্ত্বাবধায়ক সরকার) তো বিএনপি নষ্ট করে দিয়েছে।’


Facebook Comments Box


Posted ৭:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com