
সায়মা ইসলাম | সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সায়মা ইসলাম
নীল কষ্ট
সায়মা ইসলাম
মনের ভেতর কিছু এলোমেলো যন্ত্রণা
দিবানিশি করে পায়চারি
কাউকে জানাতে ইচ্ছে করেনা
সযত্নে রাখি তারে অন্তরে।
অন্তরের ভেতর বসবাস তার
অন্তরেই বেঁধেছে ঘর
মাঝে মাঝে সে যে উঁকিঝুকি মারে
কখন বেরুবে, বাতাসে বাতাসে বয়ে বেড়াবে
আমার হৃদয়ে সে ডর।
কষ্টগুলো কালো মেঘ হয়ে
যন্ত্রণার কালবোশেখী হয়
হিসেবের খাতাগুলো টুকরো টুকরো হয়ে
মর্মাহত হৃদয়ে কষ্টের শিলাবৃষ্টিতে
ছোট ছোট আঘাতে
অন্তরটাকে ঘিরে
কবিতার ভাষায় ট্রাজেডি লিখা হয়।
নীল নীলাম্বরী শাড়ি
কষ্টগুলো সবই তারই
পৃথিবীটা এক্কেবারে শুন্য
মানুষগুলোও সব অন্য
আঁখির উষ্ণ নোনাজলে
হাবুডুবু খাই উপায় মিলেনা বলে
এটাই হয়তো নীল কষ্ট।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |