
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুন ২০২২ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-ফাইল ছবি
বন্যার্ত মানুষের দুর্ভোগ-দুর্দশা সরেজমিনে দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর সিলেট যাওয়ার কথা রয়েছে। হেলিকপ্টারে করে তিনি সিলেটের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ওইদিন সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |