
আমিনা খানম | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট
বাংলা বর্ণমালা ।। আমিনা খানম
বাংলা বর্ণমালা
…..আমিনা খানম
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
একঝাঁক টগবগি তরুণ,
ভাষার জন্য দিয়েছিল জীবন
ঝরেছিল রূধির অরুণ।
অতি যে করুণ ছিলো তাদের
মর্মান্তিক মৃত্যুর সে দৃশ্য,
মাতৃভাষার জন্য জীবন দিতে
দেখেছিল সেদিন এ বিশ্ব।
বাঙালীরা নয় ভীরু কাপুরুষ
বুঝেছিল পাকসেনা দল,
দাবানো যাবেনা প্রয়োগ করে
কোন আগ্নেয় অস্ত্র বল।
বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে
উৎসর্গ করলো যারা প্রাণ,
পুষ্প অর্ঘ্য অর্পণ করে সদায়
দিয়ে যাবো তাদের মান।
বাংলা বর্ণমালা অ,আ,ক,খ
আজো তাদের কথা কয়,
যেসব ভাষা শহীদ বুলেটের
সেদিন পায়নি কোন ভয়।
Posted ৭:২৬ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |