
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন মাহি
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির মা হচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার বেবিবাম্প। আর এই জার্নিটা দারুণ উপভোগ করছেন মাহি। ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গেও ভাগ করে নিলেন নিজের বেবি বাম্পের ছবি।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাহি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে ধরা পড়েছে তার বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাশে কোনো বহুতল ভবনে দাঁড়িয়ে আছেন মাহি। তার দৃষ্টি আটকে আছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ে। পরনে ঢিলেঢালা পোশাক। কাঁধে স্বামী রাকিব সরকারের মায়ার হাত।
জানা গেছে, স্বামী রাকিবের সঙ্গে এখন কক্সবাজারে আছেন মাহি। বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছেন।
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যমবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাধেঁন মাহি; তাদের সংসারেই প্রথম সন্তানে আগমন ঘটছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে মাহিয়া মাহির জন্ম। তার আসল নাম শারমিন আক্তার নিপা। তবে বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার। সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।
Posted ৬:৪১ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |