ডালিয়া পারভীন | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
অনন্ত পথের দিশারি
ডালিয়া পারভীন
এবার অতৃপ্ত আত্মার ক্রন্দন থামাও।
স্টপ দাও হৃদয়ের কোন্দল। জীবনটা এখন গুছিয়ে নেয়ার সময়,মধ্যবিত্ত বয়সের ঝুলিতে তোমার জন্মকোষ্ঠীর দিনমাস ক্ষণ,বুঝতে শেখো প্রিয় জীবনটা হেলায় নষ্ট করার নয়।
একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের সুর সঙ্গিত অনেক বেশি মাধুর্যপূর্ণ।সেই সুরের স্বরলিপি মনের হারমোনিয়ামে তুলে নাও।পরিবার, সন্তান, ভালোবাসো আঁকড়ে ধরে বাকি দিনগুলো পার করো সুখ,স্বস্তি এবং পরিচ্ছন্নতায়।অকারণে নিজেকে বেহুদা ঘোরাঘুরির জিজ্ঞাসা চিহ্নে পরিণত করোনা।
নিজের জায়গাটা নিজেকেই ধরে রাখতে,ইচ্ছেমতো দিনরাত যেখানে সেখানে অন্যরা যেভাবে অবাধ বিচরণ ,তোমার বিবেকের প্রশ্নে দেখবে সেখানে দাড়ি চিহ্ন চলেই আসেই।স্টাটাস একটা বড় ফ্যাক্ট বাবু।সেটা বোঝো।
জীবনে বেঁচে থাকতে হলে কিছু জিনিস প্রয়োজন তাই বলে অনেক কিছু না।অনেক কিছুর আনাগোনা জীবনটাকে পরমানুষের বৈঠকখানায় পরিণত করে।
যার প্রভাব পুরো জীবনটার উপর পরে।
তাই বলি শোধরাও তুমি এবং তোমার চিন্তাধারা…….।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো