আমিনা খানম | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
অপরূপা প্রকৃতি
আমিনা খানম
প্রকৃতিটাকে সবাই যে যার
মতো দেখে
মনন খুলে দু’নয়নে আকাশকুসুম আঁকে।
কেউ কেউ নিঃসংকোচে
উজাড়ে খুলে
প্রকৃতির মাঝে হারিয়ে যায় ‘
পাখা’ মেলে।
প্রভাতের পূর্বাকাশের সূর্যোদয় থেকে
সূর্যাস্ত পুরোদিবসকাল প্রকৃতি রঙ মেখে
কত যে যোগ-বিয়োগ,
হিসেব-নিকেশ
কত রকমের ‘আলপনা’,
গহিনে ‘অশেষ’!
আশ মেটে না দেখে সে যে ‘প্রাণবন্তে’
দেখতে দেখতে হারিয়ে যাই দিবস অন্তে,
কত গাছগাছড়া কত পুষ্প পশুপাখি
‘মনন’ খুলে দেখি আর ভ’রি দু’টি আঁখি।
এমন অপরূপা প্রকৃতি দুঃখিনী যখন
নেহাত খাপছাড়া আঁকে প্রকাশ্যে তখন।
প্রকৃতির সবুজের সমারোহেই আবেগ
পরিপূর্ণ আশ ভরায় বাঁচার তাগিদ বেগ।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৯:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো