আহমেদ ফাতেমা | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
অসীম শূন্যতা
আহমেদ ফাতেমা
অসীম শূন্যতা সৃষ্টি করে দিলে তুমি পূর্ণ হৃদয়ে!
এতটা আঘাত দিলে ঠেকাবো বলো কী দিয়ে?
যা ভাবতে পারিনি কল্পনা প্রসুত কাহিনী নিয়ে,
তুমি মনে আঘাত করলে, কী কাঠিন্য আচরণ দিয়ে।
এতোটাই অবহেলার আমি তোমারি কাছে,
নাকি সুন্দর আচরণে হিংসুটে তুমি পাছে!
তোমার মনের নাগালে পৌঁছাতে পারি নাই আমি,
আমার জীবন টা অন্ধকারে ঢেকে দিলে নির্মম তুমি।
সেই আঁধার একদিন অতিক্রম করে এগিয়ে যাবো
হয়তো মৃত্যর মুখামুখি এসে দাঁড়াবো।
শুধু অপেক্ষার প্রহর গুনছি নীরবে সব সয়ে,
ফিরিয়ে দিব, যা দিলে হাতে আমি আছি লয়ে।
প্রতিটি মানুষের জন্য সুন্দর একটি
দিশারী নিয়ে হেঁটে যাবো,
নয় তো মৃত্যুকে শেষে উপহার হিসাবে পাবো।
তোমার আচরণ দেখে, অবাক হয়ে তাকিয়ে থাকি,
ভুলে যেও না কতটা আঘাতে কাঁদে এই আঁখি।
তোমার চোখের জলও ঠিক আমার মতোই গড়িয়ে পড়বে,
প্রকৃতি নিশ্চয় সত্যের পক্ষে জানি লড়বে।
সেই দিন কাউকে খুঁজে পাবে না তোমার নাগালে,
সুপ্ত হৃদয়ে অযাচিত কেন এতো কষ্টতে জাগালে?
অনন্তকালের জন্য জ্বলেপুড়ে হবে তুমি ছাই,
কষ্টের জল বৃথা নয় বললাম তুমি পাবে তাই।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো