সৈয়দা সালিহা ফেরদৌস | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আচরণে সংযত হোন
………. সৈয়দা সালিহা ফেরদৌস
কাউকে কখনো এতটা কষ্ট দিয়ে ফেলবেন না যে,
সে আরশের অধিপতির কাছে
আপনার জন্য প্রার্থনারত হাতটি নামিয়ে নিতে বাধ্য হয়।
কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না।
যে হৃদয় আপনার মঙ্গল কামনায় মশগুল ছিলো
তার দীর্ঘশ্বাস কতটা ভারী হতে পারে
আপনার হয়তো ধারণাও নেই।
ঘটা করে অভিশাপ দিতে হয়না!!
অন্তর উৎসারিত দীর্ঘশ্বাস
আপনাকে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট ।
আপনাকে পাল্টা আঘাত করার
যাবতীয় সামর্থ্য থাকার পরও
যে নীরবে আঘাত সয়ে গেলো
তার নীরবতাকে ভয় করুন।
তার প্রতিটি নীরব অভিযোগ আরশে পৌঁছে যায়।
কাউকে কষ্ট দিয়ে খুব বেশি দিন……
সুখে থাকা যায় না।
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo
Posted ৫:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো