
সাজিয়া আফরিন | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
সাজিয়া আফরিন
আমার বৃহস্পতি
সাজিয়া আফরিন
বৃহস্পতির একটা আলাদা সৌন্দর্য আছে।
মানুষকে আকৃষ্ট করার দারুণ একটা
ক্ষমতা আছে তার।
প্রচন্ড রোদেও বৃহস্পতি সুন্দর।
ঝুম বৃষ্টিতেও বৃহস্পতি কাঙ্খিত।
প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে বৃহস্পতি হাজির হয়।
বৃহস্পতি আমার মনের গহীন গভীরের
এক অন্তহীন সুখের ঘরবসতি।
বৃহস্পতি উজ্জ্বল উচ্ছল।
বৃহস্পতি তপ্ত রোদে ক্লান্ত দুপুরে
শান্ত নদীর শীতল ঢেউ।
বৃহস্পতি আমার বৃষ্টিভেজা মেঘলা দুপুর।
বৃহস্পতি আমার রংধনু বিকেল।
বৃহস্পতি বাধভাঙ্গা উল্লাস,সীমাহীন সুখ।বৃহস্পতি আমার কাঠফাটা মনে
হিমশীতল বারিধারা।
বৃহস্পতি আমার কাছে
লাল সবুজ ফিরোজা বেগুনী
মোড়ানো রঙ্গিন দিন।
বৃহস্পতি আমার ক্লান্ত মনের প্রচন্ড খড়ায়
এক পশলা বৃষ্টি।
বৃহস্পতি আসে স্বাদে গন্ধে ভিন্নতা নিয়ে।
বৃহস্পতি মানেই ভিন্ন স্বাদে ভিন্ন কিছু।
রবিটা বড্ড প্যারা।
সোম, মঙ্গল, বুধ ও তাই।
একঘেয়েমিতে ভরা।
মনে হয়, প্রতিদিন যদি বৃহস্পতি হতো!
কোন রবি, সোম,মঙ্গল আর বুধ না হতো!
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |