মঙ্গলবার ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পতাকা গায়ে ভাইরাল মৌ খান

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট

আর্জেন্টিনার পতাকা গায়ে ভাইরাল মৌ খান

আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে সমর্থন জানালেন নায়িকা

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা বিশ্বব্যাপী। বর্তমানে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থনে বিভক্ত পুরো দেশ। ঢাকাই সিনেমার নবাগত নায়িকা মৌ খান তার সমর্থন জানিয়েছেন মেসির আর্জেন্টিনাকে। অভিনব পন্থায় আলবেসিলেস্তের পতাকা গায়ে জড়িয়ে করলেন ফটোশুটও।


মৌ খান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আমার আম্মুও আর্জেন্টিনা ভক্ত। সবাই জার্সি পরে ছবি শেয়ার করেছে, তাই আর্জেন্টিনাকে নিয়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছে থেকেই পতাকা জড়িয়ে শুট করেছি। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।’

এভাবে পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলার বিষয়ে উদীয়মান এই নায়িকা জানান, কদিন আগে এম এইচ বিপু ভাইয়ের কাছে শুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, আমি কোন দল সাপোর্ট করি? বললাম, আর্জেন্টিনা। পরে উনিই আমার ছবি তুলে দিলেন। এই শুটের মেকআপ নেওয়া হয়েছে মানিক মেকওভার থেকে।


বিশ্বকাপে টিকে থাকতে আজকের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মৌও। তার ভাষায়, ‘ইনশাআল্লাহ, আজকের ম্যাচ জিতবই। মেসিদের জয়ের ব্যাপারে আশাবাদী। দেখা যাক কী হয়।’

মেসির খেলা ও তার ব্যক্তিত্ব ভীষণ পছন্দ মৌয়ের। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে যাওয়ার পরও মন বদল হয়নি নায়িকার। তার কথায়, ‘হারুক-জিতুক কোনো সমস্যা নেই। মেসির খেলা ও ব্যক্তিত্ব আমাকে ভীষণ টানে।’


উল্লেখ্য, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মৌ খানের। শুক্রবার (২৫ নভেম্বর) শেষ করেছেন ‘বাহাদুরী’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যেমন জামাই তেমন বউ’, ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’, ‘তবু প্রেম দামি’, ‘জ্বলছি আমি’, ‘বাংলার হারকিউলিস’ ও ‘মাফিয়া’ সিনেমাগুলো।

 

Facebook Comments Box

Posted ৮:১১ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com