বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসিতে আইসিটি নম্বর কমল, প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

এইচএসসিতে আইসিটি নম্বর কমল, প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ল

আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে

-ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে বর্তমানে এ পরীক্ষা হয় ১০০ নম্বরে। নম্বর কমার পাশাপাশি প্রশ্ন বাছাইয়েও সুযোগ বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


এতে বলা হয়, এবারের আইসিটি পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক এবং ৫০ নম্বর তত্ত্বীয়। তত্ত্বীয় ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০।

১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ
এর আগে আজ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।


উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘আইসিটি বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে। কারণ আমাদের মনে হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বইটি কিছুটা কঠিন। আর এবার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’


উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com