বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কথোপকথন।।আজিজুন নাহার আঁখি (পর্ব-১)

আজিজুন নাহার আঁখি   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট

কথোপকথন।।আজিজুন নাহার আঁখি (পর্ব-১)

কথোপকথন - আজিজুন নাহার আঁখি

*কথোপকথন*
—-আজিজুন নাহার আঁখি

হ্যালো,এক্সকিউজ মি,সরি


জ্বি আমাকে বলছেন?

না মানে জ্বি, হ্যাঁ আপনাকেই বলছি


আপনি শশী?

জ্বি আমি শশী আহমেদ।


আপনি? আমাকে চেনেন?

শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।

আমি আকাশ মাহমুদ, হ্যাঁ চিনি মানে আজই দেখলাম।

আমার নাম জানেন কিভাবে?

আপনার মা আপনাকে শশী ডাকেন আমি শুনেছি।

আপনি কোথায় থাকেন?

আপনাদের বিল্ডিংয়ের তিনতলার দক্ষিণ দিকের ফ্ল্যাটে গত পনেরো দিন ধরে আছি।

ও আমরা চারতলার দক্ষিণে থাকি। ওহ আপনিই তাহলে ভোরে গানের রেওয়াজ করেন।

একটু চেষ্টা করি এই আর কি!

আজ ভোরে “আমার পরান যাহা চায়” আপনি গেয়েছেন?

হুম হেরে গলায় গাওয়ার অপচেষ্টা করি।

আপনি কিন্তু অনেক ভালো গেয়েছেন,সরি আমার দেরি হয়ে যাচ্ছে,মায়ের ওষুধ কিনতে যাচ্ছি।

আমি আসি আপনার সাথে একটা কথা বলার ছিলো।

ওহ কি বলছেন আপনি? মা দেখলে রাগ করবে। আমি কোনো ছেলে মানুষের সাথে এভাবে হাঁটতে পারব না।

আরে একটু শুনুন, আপনি খুব ভালো আবৃত্তি করেন।

শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

সেদিন বিকেলে সুনীল গঙ্গোপাধ্যায়ের “ভালোবাসি ভালোবাসি” কবিতাটির আবৃত্তি আপনার কণ্ঠে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি।

প্লিজ দেখুন, এভাবে আমার সাথে আসবেন না আমার অস্বস্তি লাগে।আর আমি এতো ভালো আবৃত্তি করিনা।

আপনি যে কতো ভালো আবৃত্তি করেন সেটা নিজে জানেন না। যে কেউ শুনলে মুগ্ধ হবে।(বিড়বিড় করে)

আচ্ছা, আপনি তো বেশ অদ্ভূত, এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন। আপনার তো ঠাণ্ডা লেগে যাবে।

হটাৎ করে বৃষ্টি এলো, আমি তো ছাতা নিয়ে বের হইনি।

প্লিজ আপনি তাড়াতাড়ি বাসায় যান।আমি চললাম।

হ্যাঁ আমিও আসছি, আপনার জন্যে দাঁড়িয়ে ছিলাম।

ইস কি বলছেন? আপনি রুমে গিয়ে পোশাক বদলে নিবেন।ঠান্ডা লেগে যাবে কিন্তু

আচ্ছা, ঠিক আছে শুনুন , আর একটা কথা আছে

আজ আবৃত্তি করেবেন আমি বারান্দায় দাঁড়িয়ে শুনব।

আরে নাহ আমার সময় নেই, মা অসুস্থ।

আবার দেখা হবে কিন্ত?

জানিনা হতেও পারে নাও পারে।

——————————————–চলবে
লেখক: আজিজুন নাহার আঁখি, মানিকগঞ্জ।

শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।

শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(607 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com