শুক্রবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাযোদ্ধা শিক্ষক ।। এম আলমগীর হোসেন হাওলাদার

এম আলমগীর হোসেন হাওলাদার   |   সোমবার, ০৭ মার্চ ২০২২ | প্রিন্ট

করোনাযোদ্ধা শিক্ষক ।। এম আলমগীর হোসেন হাওলাদার

করোনাযোদ্ধা শিক্ষক ।। এম আলমগীর হোসেন হাওলাদার

করোনাযোদ্ধা শিক্ষক

এম আলমগীর হোসেন হাওলাদার


 

যারা কষ্ট করে মানুষ গড়ে করোনাকালীন,


অনলাইনে পাঠদান চালায় বিরামহীন।

করোনাকে ভয় করেনা


বিপদেও হাল ছাড়েনা

হাত গুটিয়ে রয়না বসে ছুটি থাকাকালীন,

অনলাইনে পঠন- পাঠন করে রাত-দিন।

 

নিজের যত কষ্ট ভুলে

শত ঝুঁকি মাথায় তুলে

শিখন ধারা রাখতে চালু খাটছে বিরামহীন,

করোনাকে জয় করে ফের আনিবে সুদিন।

 

হোকনা যতই কঠিন সমর

মানুষ গড়ার মূল কারিকর

শিশুর মুখে ফোটায় হাসি রাখে অমলিন,

সোনার মানুষ গড়তে কাজ করছে সীমাহীন।

 

শতশ্রদ্ধা করোনাযোদ্ধা শিক্ষকদের তরে,

ভয়-বাঁধা হীন যারা রাত দিন

শিক্ষার আলো জ্বালে অকাতরে।

সেই গুণীদের করতে বরণ,

মহাযশা কত আয়োজন!

 

আনতে বিজয় যে মহাজন,

সারাক্ষণ ঝরায় নিজের ঘাম।

সে আমাদের সবার প্রিয় –

শিক্ষার আলো ডট কম।

 

করোনাযোদ্ধা শিক্ষক কথা টি যার আবিষ্কার,

সেতো শিক্ষার আলো ডটকম, নহে কেহ আর।

বাস্তব আর অনলাইনের ঘটিয়ে মহামিলন,

শিক্ষা জগতে এনেছে একক আলোড়ন।

 

উন্নত শিরে বাঁচতে শেখায়

শক্তি যোগায় স্বপ্ন দেখায়

জাগরণী গান শোনায় হরদম।

সে যে সবার প্রিয়

সদা অনুসরণীয় ,

শিক্ষার আলো ডট কম ।

– লেখকঃ এম আলমগীর হোসেন হাওলাদার,

– প্রশি, নওয়াপাড়া সপ্রাবি, বাগেরহাট সদর।

Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com