তানিয়া আফরোজ | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
কালো মেয়ে
তানিয়া আফরোজ
কালো মেয়ে বোঝা নয়
নয় সে অভিশাপ,
তবু কেন তাকে নিয়ে
করে সবাই পরিতাপ।
ছেলে কালো তাতে কি?
জগৎ করবে আলো
সোনার আংটি
সে বাঁকাও ভালো।
কালো বলে কত তুচ্ছ তাচ্ছিল্য
আর হেয় জ্ঞান করে
এমনও হতে পারে
সেই জগতের সেরা হবে।
রুপকে বিচার না করে
গুনকে বিচার করো
গুনতে সে অনন্য
নাইবা হলো রুপে।
কালে মেয়ের কালো ভ্রমর চোখে
ঘনকাল মেঘ জমে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে
কত প্রশ্ন জাগে মনে?
মেঘ কালো, রাত কালো
তবু তারা দামী
তবে কেন অবহেলিত আমি?
আমি কালো তাই
আমার ভুবনে নেই কোন আলো
নিজেকে উৎসর্গ করবো
আমি মানবের তরে।
লেখাপড়া করে জ্ঞানী গুনী হবো
সমাজের যত কালো মেয়ে আছে
প্রতিষ্ঠা করবো তাদের
দয়াময় খোদা মোর কথা শোনো।
শক্তি দাও এই কালোরে
যেন আঁধার করি আলো
মনের যত দুঃখ গ্লানি
দূর করে দাও প্রভূ।
আঁধারের বুক চিরে যেন
উদ্ভাসিত হই আমি
কালে আছে বলেই
আলো এতো দামী।
রুপের কদর সবাই করে
গুণ অবহেলিত
ভূলে যায় সবাই
রুপের বড়াই অল্প দিনের
গুণ রবে যুগে যুগে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো