ডালিয়া পারভীন | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
খরস্রোতা অভিমান
ডালিয়া পারভীন
আমি সহস্র শতাব্দী ধরে অপেক্ষায় থাকবো তোমার পৌঢ় প্রেমের নিদারুণ জেষ্ঠ ভালোবাসার,আজ যৌবন প্রেমের সবটা ফিল করে এখনও পর্যন্ত আমার হতে পারোনি,কিংবা অন্য যুবতী পাত্রে মুখ গুজে হয়তো চালিয়ে যাও শরীরী মাখো মাখো নৃত্য। প্রেমিক পুরুষ তুমি তোমার বিহগ ডানায় মিতালী সুরার অভাব বোধে যেদিন ভাটা পড়বে,অভাবে বোধের অভিযোগের তীর নিজের বুকে বিধবে সেদিন চৌরাস্তার মোড়ে একটা ডাক দিও দেখবে সকরুণ চাহনিতে আমি দাঁড়িয়ে…।
ভেবোনা বাবু অভাব পড়েছে আমার,অভাব বোধেই তোমার চাহিদা প্রতুল হয়েছে?তা কিন্তু না,আমি বোধহয় রাস্তা দিয়ে হেঁটে গেলে আজও শত মানুষের হৃদয় হরিণী।কারোর মানসপটে আকাংখার ক্রাশ দেবি,তবুও আমি তাদের সিংহাসনের রাজরানি হতে পুরোটাই নারাজ।
যে হাত তোমাকে ছুঁয়েছে,সে হাত শুধুই তোমার, যে ওষ্ঠ তোমাকে ধরেছে,তা শুধুই তোমার,যে বুকের মিতালিতে তুমি নিঃশ্বাস নিয়েছো তা একান্তই তোমার,আমার দেবতার।যে ফুল দেবতারে পুজা দিতে দেয়া হয় তা কিভাবে আর ফিরাবে বাবু??????????????
তাই সময়ের সমাধিতে ফুল গুজে সময়ের অপেক্ষায়,আমার বিশ্বাস তুমি ফিরবে।ফিরতে তোমাকে হবেই।আমার ভালোবাসার পরিণতি পরাজয় আসেনা,প্রেমের জয়টিকা আমি তোমার সারা দেহে মিশাবো।
Posted ৬:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো