
লুৎফুন্নাহার তালুকদার | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
লুৎফুন্নাহার তালুকদার
To a woman turning 40 is a big deal, it truly is! এর কারণ এই না যে চল্লিশে তাদের মাথায় পাকা চুল দেখা যায়, চামড়ায় বলিরেখা পড়ে, শরীরে নানা রোগ বাসা বাঁধে ;আরও অনাকাঙ্খিত কিছু পরিবর্তন আসে।আবার আশে পাশের লোকজন মনে করিয়ে দিতে থাকে – ৪০? তুমি তো শেষ..!!
শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।
কারণ বরং এই- এটা নতুন করে শুরু করার সময়,নিজেকে নতুনভাবে প্রকাশ করার আরেকটা স্টেপ। কারণ –At the age of 40 they are more confident , more knowlagable, more experienced than ever.জীবনের একটা বড় ধাপ পেরিয়ে এসে অনেক চড়াই উৎরাই কাটিয়ে উঠে চল্লিশে পা দেওয়া একজন নারী জানে what to do with her life। কিভাবে প্রতিকূলতার মোকাবেলা করতে হবে,কারো দ্বারা নিয়ন্ত্রণ বা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ নিজের ভরসায় কিভাবে সিদ্ধান্ত নিতে হবে।কিভাবে অন্যের পাশে দাঁড়াতে হবে ,সাহস যোগাতে হবে।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
চল্লিশ বছর বয়সী একজন নারীর চেহারায় এক অদ্ভুত গ্লো থাকে । অদ্ভুত এক সৌন্দর্য থাকে; যেটা তাদের education আর wisdom থেকে ফুটে উঠে।যেটা তাকে একটা আলাদা পরিচয় এনে দেয়, সম্পূর্ণ ভিন্ন ভাবে অন্যের কাছে উপস্থাপন করে। সেই গ্লোর কাছে অনেক সময় তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞাও ম্লান হয়ে নতুনভাবে সংজ্ঞায়িত করে।
শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।
ধারণা করা হয় প্রায় ৬০ শতাংশ নারী ৪০ এর পর শুধু আত্মবিশ্বাসীই বোধ করেন না, তারা মনে করেন জীবনের সবচেয়ে সুখী সময় উপভোগ করছেন। আগের যেকোন বয়সের থেকে অনেক বেশী younger, energetic feel করেন।জীবনকে অনেক কিছু দিয়ে ফেলা নারী চল্লিশে এসে জীবনের কাছ থেকে কিছু নেবার পণ করেন। নানাবিধ দায়িত্ব, নিয়ম, ত্যাগ স্বীকার করে দীর্ঘ দিন ব্যাক সীটে বসা নারী এবার ড্রাইভিং সিটে বসে নিজের জীবনের steering wheel ধরেন শক্ত করে। সামনের পথটা কত অপরিচিত কতটা কঠিন সেই নির্দেশনার খুঁজে এবং গন্তব্যের খুজে।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
একজন নারী জীবনের একটা অংশ পরিবার, স্বামী সন্তানের জন্য ব্যয় করেন হাসিমুখে। সংসারের কিছু ব্যর্থতাও মাথা পেতে নিতে হয় বিনা বাক্য ব্যয়ে । কেউ কেউ তো কোন ছাড় না পেয়েও নির্বিঘ্নে দিন কাটিয়ে দেন।চল্লিশের শুরুতেই মেয়েরা হয়তো মনে করে জীবন নামের অতি মূল্যবান জিনিসটা মানুষের জীবনে একবারই আসে। একে just অপচয় করে ফেলাটা কোন কাজের কথা না বরং এখান থেকেই নতুন যাত্রা শুরু।
শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।
চল্লিশ হলে মেয়েরা অকপটে সত্যি বলতে শেখে, নির্দ্বিধায় অপছন্দকে না পছন্দকে হ্যাঁ বলতে পারে। ভালোবাসা আর মোহের পার্থক্য বোঝে।
চল্লিশ হতে হতে মেয়েরা বুঝে ফেলে পথ চলতে গেলে নিজের ছাড়া আর কারোর সাপোর্ট লাগেনা। নির্ভরশীলতা কমিয়ে আত্মবিশ্বাসী হয়।
তখন আর ভর দেবার জন্য কোন পুরুষের কাধ খোঁজে না।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
চল্লিশে নারী বোঝে maturity থেকে বড় কোন achievement নেই, confidence এর চেয়ে বড় কোন মেক আপ প্রডাক্ট নেই, আর personality থেকে চেয়ে সুন্দর কোন পোশাক নেই।বালিকা, যুবতী, রমনীর পরিচয় ছাপিয়ে চল্লিশে এসেই বোধ হয় মেয়েরা সত্যিকারের মানুষ হয়ে উঠে।
লেখক: মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার, শিক্ষক , চুনারুঘাট, হবিগঞ্জ।
শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |