
আজিজুন নাহার আঁখি | শুক্রবার, ২০ আগস্ট ২০২১ | প্রিন্ট
আজিজুন নাহার আঁখি
-প্রতিনিধি
*চাঁদনী রাতে*
—-আজিজুন নাহার আঁখি
বর্ষাকালে চাঁদনী রাতে
চড়বো তোমার নায়ে,
অথৈ জলে ভেসে ভেসে
যাবো দূরের গাঁয়ে।
মনের কথা বলব আমি
বসে নায়ের পরে,
তোমার হাতে রাখব হাত
খুব যতন করে।
তোমার সাথে সুর মেলাবো
ভাটিয়ালি সুরে,
স্রোতের টানে ভেসে ভেসে
যাব অনেক দূরে।
তোমার দেয়া সোনার কাঁকন
পড়বো দু’হাতে,
জলের মাঝে হাত ভেজাবো
সেই মিষ্টি রাতে।
তোমার কোলে রাখবো মাথা
দেখব মুখটি চেয়ে,
হারিয়ে যাব তোমার হৃদে
আদর সোহাগ পেয়ে।
তোমার গন্ধে আকুল হবো
হাস্নাহেনার মতো,
বিলীন হবো তোমার মাঝে
রাত্রি হোক যতো।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |