জ্ঞানের আলো
শিক্ষা হলো জ্ঞানের আলো
আমরা সবাই জানি,
শিক্ষা ছাড়া এই জীবনে
ঘুচবে না গ্লানি।
ধনী গরীব সবার জন্যে
শিক্ষা সবার আগে,
সঠিক পথে চলতে গেলে
শিক্ষা গ্রহণ লাগে।
শিক্ষা ছাড়া অচল মোরা
চোখ থাকতে অন্ধ,
সঠিক শিক্ষা না পেলে
উন্নতির পথ বন্ধ।
মূর্খ লোকের বিবেক কম
জ্ঞানের আলো ক্ষীণ,
না বুঝে চলতে গিয়ে
বাড়ায় শুধু ঋণ।
শিক্ষা জাতির মেরুদণ্ড
আমরা জানি সবাই,
সকল কাজে সুফল পেতে
শিক্ষা গ্রহণ চাই।
একটি জাতির উন্নতিতে
শিক্ষার বিকল্প নাই,
তাইতো বলি সবার জন্য
মানসম্মত শিক্ষা চাই।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর