
আজিজুন নাহার আঁখি | শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
আজিজুন নাহার আঁখি
নতুন পানির বান এসেছে
আজিজুন নাহার আঁখি
নতুন পানির বান এসেছে
দেখবি যদি আয়,
ভাসছে সব ফসলের ক্ষেত
কৃষক করে হায় হায়!
ঘরের কোণে কুমড়ো গাছ
সেও পানিতে ডুবছে,
পুঁই শাক আর ঝিঙের মাঁচা
অথৈ জলে ভাসছে।
গরু ছাগল আর হাঁসমুরগীর
জায়গা দেয়া কষ্ট,
এক জায়গায় বাস করাতে
জীবন হচ্ছে নষ্ট।
উঠোন জুড়ে ময়লা পানি
দাঁড়াবার নাই উপায়,
এই পানিতে হাঁটতে গেলে
পোকামাকড়ে কামড়ায়।
ঘরের মেঝেতে উঠলো পানি
এখন কি করি?
বাঁচার জন্য ছাড়তে হলো
নিজের ভিটে বাড়ী।
খাবার নাই পানি নাই
থাকছি অনাহারে,
সন্তানদের সব শুকনো মুখ
দেখবো কি করে?
ত্রাণের নামে চলছে প্রহসন
দেখার তো কেউ নাই,
ধনীর ঘরে যাচ্ছে ত্রাণ
মানতে হবে সেটাই।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৬:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |