
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-ফাইল ছবি
নদীর প্রবাহ ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮০ প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের নদীনালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদীনালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাঁধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওড়ের পানিপ্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
৮০ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ২০টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। পাউবোর শরীয়তপুর ও বরিশাল অফিসও এতে ভার্চুয়ালি অংশ নেয়।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |