বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নন্দিনীরা মরে যায় ।। সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

নন্দিনীরা মরে যায় ।।  সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস

-প্রতিনিধি

নন্দিনীরা মরে যায়

সৈয়দা সালিহা ফেরদৌস


শুভংকর,
ইচ্ছে ছিলো ঝুম বৃষ্টিতে হুড ফেলা রিকশায়
দুজনে হাতে হাত রেখে প্রদক্ষিণ করবো
চেনা শহরের স্মৃতির বলয় ঘেরা চিরচেনা অলি গলি
শ্রাবণের জল মেশা টঙের গরম চায়ে
দেবো প্রগাঢ় চুমুক।

ইচ্ছে ছিলো তোমার সারথী হবো
শব্দের চেয়েও দ্রুততম গতিতে
বৃত্ত বন্ধনহীন ছুটে যাব অচেনার আহবানে
সব ভ্রুকুটি উপেক্ষা করে
পরিচিতের সীমানা ছাড়িয়ে
বহু দূরে নির্জনে
পাহাড়ে হেলান দিয়ে সবুজের প্রান্ত ছুয়ে
ঘাসের গালিচায় চিত হয়ে শুয়ে
দেখব অপার মুগ্ধতায়
আষাঢ়ী পুর্ণিমায়
চাঁদ আর মেঘের লুকোচুরি।


ইচ্ছে ছিলো কোন এক শ্রাবণ ঢলে
ভাসাব তৃষনার খেয়া অথই পাথারে
সারাদিন কাকভেজা হয়ে
উম নেব ফায়ার প্লেসের ঝলসে উঠা উত্তাপে
মোমের নরম আলোয় দেখবো তোমায়
হিয়ার মাঝে পথ হারাবো।

শুভংকর,
ইচ্ছে গুলো ইচ্ছেই থেকে যাবে
বিবর্ণ যাপিত জীবনে
কমে আসছে আয়ু ক্রমেই
সময়ের সিড়িতে ঝুলন্ত ঘন্টা
তোমার আমার প্রার্থনার
মৃত্যুতেই হবে অবসান।


আমাদের একসাথে ঝুম বৃষ্টিতে ভেজা হবেনা
অবারিত সবুজের প্রান্ত ছুয়ে
কোন আষাঢ়ী পুর্ণিমায় দেখা হবেনা
চাঁদ আর মেঘের লুকোচুরি।

।মোমের প্রদীপ জ্বেলে শিহরিত নরম আলোয়
আমরা হবোনা মুখোমুখি,চোখাচোখি কোনদিন।
পঞ্জিকার পাতা উল্টিয়ে খসে যাবে
এমন আকুল শ্রাবণ
খসে যাব আমি পৃথিবীর বৃন্ত থেকে
হবো শোক সংবাদের শিরোণাম
মাটির সাথে অস্থি মজ্জায় মিশে
হবো জৈব সার,হবো ঘাস ফুল
আবার আসবে সজল বর্ষা
হয়তো ফুটে রইবো কামিনি,কেয়া হয়ে
নয়তো বয়েসি কদম হবো।

আবার আসবে আষাঢ়ী পুর্ণিমা
রয়ে যাবে টঙ্গের দোকান
হুড ফেলা রিকশায় ভিজবে অন্য কোন যুগল
কোন মোম গলে গলে জ্বলবে স্মৃতির সুতো
তুমিও রাতভর জেগে থাকবে অন্য কারো সাথে
এমন আকুল পুর্নিমায়।

শুধু আমি রবোনা পৃথিবীর কোথাও।
তুমি চিরটাকাল খামখেয়ালির শুভংকর থেকে যাবে
শুধু আমার নন্দিনি হউয়ার ইচ্ছেটা মরে যাবে
এভাবেই নন্দিনিরা মরে যায়।

শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(634 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com