
মোছাঃ কামরুন নাহার | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | প্রিন্ট
নারী ।। মোছাঃ কামরুন নাহার
নারী
মোছাঃ কামরুন নাহার
নারীকে কর সম্মান
হে মানব!
এই নারী আমার মা,আমার বোন
হে মানব!
সম্মান কর সেই নারীকে
যে নারীর আর্ত্বনাদে আমি পেয়েছি
আমার দেশ,জাতি,ধর্ম,সংস্কৃতি পেয়েছি পূর্ণতা
হে মানব!
সম্মান কর আমার সকল নারী জাতিকে
তার তুলনা শুধু সেই নারী
যার কারনে আমি দেখতে পেয়েছি
সবুজ দেশ,পাখ-পাখালি আর ক্ষেত
হে মানব!
নারী হয়ে পূর্ণতার স্বাদ
সেদিন পেয়েছিলাম
যেদিন পূর্ণিমার চাঁদের মতো
জ্বলজ্বল করে আমার কোলে
এসেছিল এক ফালি চাঁদ
তোর চাঁদমুখের ওই ফুটফুটে হাসি
আমাকে ভুলিয়ে দিয়েছিল সব
হে মানব!
যে নারীর প্রতিটি পদচারণা অবিচল
প্রতিটি ক্ষেত্রে তোমার যে অবদান
তোমার তুলনায় শুধুই তুমি
তুমি জায়া,তুমি জননী
মাতৃকায় মেশানো
নরম দূর্বার মতো কোমল
তুমি শুভ্রতার এক
অমলিন মুখ।
সম্মান কর,সম্মান কর
সেই নারীকে
হে মানব!
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |