বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী বন্দনা ।। শাহেনা আক্তার

শাহেনা আক্তার   |   মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | প্রিন্ট

নারী বন্দনা ।। শাহেনা আক্তার

নারী বন্দনা ।। শাহেনা আক্তার

নারী বন্দনা
কলমে: শাহেনা আক্তার

নারী যদি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখে
তাহলে তোমাকেও সহবত শিখতে হবে।
শরীর নয়, যেদিন সবাই নারীর মন বুঝবে
সেদিনই হবে যথার্থ নারী দিবস।


নারী চায় মুক্ত আকাশ, চায় উড়তে।
ডানার দাবি নারী জানায় না কখনও,
কারণ ইচ্ছেশক্তি তাঁদের রক্তে।
তাই তো নারী অনুপ্রেরণায় বেগম রোকেয়া

নারী দারুণ, নারী সব থেকে আলাদা
নারী অপরাজিতা, নারী জয়িতা
নারী প্রদীপ শিখা ভূবন আলো করা।
নারী সুন্দর তাই তো সে নারী।


এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর
সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও
উপমায়, তুলনায় আকর্ষণীয় নারী।
নারীর তুলনা কেবলই নারী।

হে নারী তাইতো তোমায় বলি
একজন আদর্শ নারী হয়ে ওঠো।
হয়ে ওঠো সবার অনুপ্রেরণা
সারা পৃথিবীর মনের কথা এটা।


আজকের দিনটা শুধু তোমাদের।
তাই সবাই তোমায় জানাতে চায়
আজকের এই বিশেষ দিনে
নারী তুমি ছাড়া সব অস্তিত্বহীন ।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(621 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com