
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ছবি : প্রতীকি,
গণ উন্নয়ন কেন্দ্র (জিউকে) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাবরক্ষণ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : হিসাব সহযোগী। পদের সংখ্যা : ১০০টি। আবেদন যোগ্যতা : অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা মাস্টার্স পাস করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে। চূড়ান্ত নিয়োগের পর কর্মক্ষেত্র হবে নিজের বা পাশের জেলা ও উপজেলায়।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১২০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন হবে ১৬০৮০ টাকা। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, বছরে দুইটি উৎসব ভাতা, কনন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Post Name: Accounts Assistant. Number of posts: 100. Eligibility: Must have passed Graduation or Masters in Accounting or Management.
Candidate’s age limit is between 35 years. After the final appointment, the workplace will be in own or neighboring district and upazila.
Salary and facilities: Monthly salary Rs.12000. At the end of the apprenticeship, the monthly salary will be 16080 taka. Also, annual increment, Boishakhi allowance, two festival allowances in a year, contributory provident fund and other benefits will be provided.
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর, ২০২২
Posted ৭:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |