বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়

নেপের চারটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে-প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

নেপের চারটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে-প্রাথমিক ও গণশিক্ষা সচিব

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) কর্মকাণ্ডে গতি আনতে চারটি আঞ্চলিক অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ঢাকা পিটিআই মিলনায়তনে নেপ আয়োজিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সচিব বলেন, ময়মনসিংহে নেপের সদর দফতর। এর পাশাপাশি নেপ এর কর্মকাণ্ডে গতিশীলতা, প্রসার এবং গবেষণা কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় চারটি আঞ্চলিক অফিস স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠান একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেতে সক্ষম হবে। এ জন্য নেপ আইন সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।


গবেষণা কথা উল্লেখ করে সচিব বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে শিক্ষার কোনও বিকল্প নেই। সময়ের সঙ্গে বদলে যাওয়া পৃথিবীর শিক্ষার স্বরূপ ও গতি প্রকৃতি কেমন হবে তা নিরূপণ করতে নিরন্তর গবেষণার কোনও বিকল্প নেই। গবেষণার মাধ্যমে একদল মেধাবী, দক্ষ, আধুনিক চিন্তা-চেতনায় উদ্দীপ্ত, দেশপ্রেমে উদ্বুদ্ধ গবেষক তৈরি হবে যারা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তুলবে।

সেমিনারে এ চারটি বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। নেপ মহাপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।


Facebook Comments Box


Posted ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com