বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইইডিবি

পঞ্চগড়ে গণ প্রকৌশল দিবস পালন

মো. হারুন অর রশিদ, পঞ্চগড় প্রতিনিধি   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

পঞ্চগড়ে গণ প্রকৌশল দিবস পালন

পঞ্চগড়ে গণ প্রকৌশল দিবস পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনিস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি)। দিবসটি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া আলোচনা সভা এবং র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলার কলেজ রোডে জেলা প্রশাসক সাবেত আলী বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবী এই প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, পঞ্চগড় জেলা শাখা এইসব কর্মসূচির আয়োজন করেন। আলোচনা সভা এবং দোয়া মাহফিলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় জোনের নির্বাহী প্রকৌশলী ও জেলা আইইডিবির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। এসময় জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ননী গোপাল,পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য মতিউর রহমান ডালি, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী বলেন পৃথিবীর উন্নত দেশগুলোতে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা হয়েছে। বিশেষ করে জাপান দেশের উদাহরন দিয়ে বলেন । আমি জাপানে দেখেছি তাদের দেশের মানুষেরা অনেক সৎ ও দক্ষ। দেশটিতে নিজস্ব কোন সম্পদ নেই অথচ তাদের দেশের উৎপাদিত সামগ্রী সারা পৃথিবীর সবচেয়ে বেশি গুনগত মানসম্পন্ন এবং তাদের বাজার সারা পৃথিবী জুড়ে। আমাদের দেশের ছেলে মেয়েরা শুধুমাত্র চাকুরির পিছনে ছুটছে অথচ কারিগড়ি বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে। বর্তমান বিশ^ায়নের যুগে ডিপ্লোমা প্রকৌশলীদের এই পেশায় শিক্ষা লাভ করার জন্য উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ধন্যবাদ জানান সেই সাথে সকল প্রকৌশলীদের মাঝে দেশ প্রেম নিয়ে স্ব স্ব স্থানে কাজ করার আহŸান জানান জেলা প্রশাসক।


এ সময় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের জন্য মুনাজাত করা হয। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার আইইডিবি কার্য্যালয়ে এসে শেষ হয়।

Facebook Comments Box


Posted ১১:০৬ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com