বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু মে মাসে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | প্রিন্ট

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু মে মাসে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম মে মাসে শুরু হবে। পাইলটিং শেষ হওয়ার পরপরই নিয়মিত বদলি কার্যক্রম শুরু হবে, চলবে বছরব্যাপী। অনলাইন আবেদনের মাধ্যমে শিক্ষকদের চাহিদা অনুযায়ী শূন্যপদে বদলি করা হবে। পাশাপাশি প্রশাসনিকভাবে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষার পর মে মাসের মধ্যে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং শুরু হবে। পাইলটিংয়ের পর অভ্যন্তরীণ বদলি কার্যক্রম চলবে। বছরব্যাপী এই বদলি কার্যক্রম চলবে অনলাইন আবেদনের বিপরীতে। পাশাপাশি সরকারের প্রয়োজনে প্রশাসনিকভাবে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে। ’


প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘নিয়োগের আগে অনলাইনে শিক্ষক বদলি করা হবে। তাছাড়া নতুন নিয়োগ দেওয়ার পর বদলি করা হলে যারা দীর্ঘদিন থকে বদলির জন্য অপেক্ষায় রয়েছেন তাদের পদ পূরণ হয়ে যাবে। সে কারণে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের আগেই অনলাইনে আবেদন করা শিক্ষকদের বদলি করা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক বদলিতে অনিয়-দুর্নীতি বন্ধে ২০২০ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রথমে সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় এবং পরে করোনার কারণে তা পিছিয়ে যায়।


২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে ওই বছর ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ওই বছর ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।

অভ্যন্তরীণ ই-সেবা মডিউলের ই-প্রাইমারি সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে সকল পুরাতন সরকারি ও সদ্য জাতীয়করণ করা এবং পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়। তথ্য সূত্র: আজকালের খবর


Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com