শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয়তা ।। ডালিয়া পারভীন

ডালিয়া পারভীন   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রিয়তা ।। ডালিয়া পারভীন

ডালিয়া পারভীন

প্রিয়তা
ডালিয়া পারভীন

মুষ্টিবদ্ধ হাতের মুঠোয় হাত রেখে অনেকটা পথ পেরিয়ে এসেছি,প্রতি পথের বাকে তোমার আমার প্রেমের কলতানে মুখরিত দুবলা ঘাস,তোমার অজস্র প্রেম ভংগিমার স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে অনেক লজ্জানত চোখ,তোমার আমার সেই স্বচ্ছ প্রেমের দেয়াল ভেংগে দেয়ার চিন্তা কিংবা একচুল সরে যাওয়ার চিন্তা তোমার মগজে এলে তোমার মগজ আমি ধোলাই খালে ধৌত করে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিব।অনেক কাঠখড় আর চোখের জল ঝরিয়ে আমার উড়ন্ত মস্তিষ্ক তোমার বুকের জমিনে এটাস্ট করে নিয়েছি।মনটাকে বোঝাতে বেশ সময় নিয়েছিলাম,কিন্তু যখন বুঝিয়েই তোমাকে সিংহাসন দিয়েছি,সেটা তোমার একটু অবহেলাতে সরে আসবো ভুল করেও ভেবোনা।তুমিই তোমার ইগনোর শব্দটা পরিবর্তন করে ভালোবাসার তালগাছ হয়ে আমাকেই ভালোবাসবে,আমার বিশ্বাস।


এটা কোনো ছেলে খেলা না,খেললাম আর খেলা শেষে ভেংগে দিলাম।
ভালোবাসাকে দাঁড় করাতে প্রচুর সময় ইনভেস্ট করে একটা পর্যায়ে আনতে জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়।সেই ত্যাগের ফসল তুমি বন্যায় ভাসিয়ে দিবে সেটা ভুল করেও ভেবোনা।পতিদেবতা ভালোবাসার অবগাহনে যে হাতটা আমার তা শুধু আমারই, সেটাকে কোনো এক্সকিউজে একচুল দূরত্বে নেয়ার চেষ্টাও করো না।

ভুল করেও ভুলে যাওয়া শব্দটাকে প্রশ্রয় দিওনা।
তুমি আমার, আমার,আমার শুধুই আমার।আমি কখনও তোমার প্রেমিকা না,যে ধরলাম, ছাড়লাম আর গেলাম।আমি তোমার বউ, সেই অধিকারে তোমার প্রতিটি ভালোবাসার শব্দে যতটুকু আমার অধিকার তা আমারই।এটা মাথাতে ঢুকিয়ে নাও।
আর বুঝে নিও পথের দূরত্ব কিংবা অভিমান,আসুক শত অভিযোগ তবুও ওই হাত ওই ঠোঁট শুধুই আমার,ভালোবাসি প্রিয়।


Facebook Comments Box


Posted ৪:২০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(621 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com