বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দরে ‘মিডিয়া ভিশন থিয়েটার’র যাত্রা শুরু

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বন্দরে ‘মিডিয়া ভিশন থিয়েটার’র যাত্রা শুরু

নারায়ণগঞ্জের বন্দরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাট্যচর্চা কেন্দ্র ‘‘মিডিয়া ভিশন থিয়েটার’’। সম্প্রতি বন্দর বাজারস্থ কে কে টাওয়ারের নিচতলায় এ উপলক্ষ্যে আলোচনা সভা,নবগঠিত কমিটি ঘোষণা ও ‘‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’’নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন-প্রবীন নাট্যমনা ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

মিডিয়া ভিশন’র প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মন্ডলী’র সদস্য উত্তম কুমার সাহা। উদ্বোধক হিসেবে ছিলেন জনেজন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন বুলু। সংগঠক ও নাট্যজন রোটারিয়ান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ,কলামিষ্ট ও নাট্যবোদ্ধা ফরিদ আহমেদ রবি।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক সহ-সভাপতি ও অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদ উল্লাহ,জনেজন নাট্য সম্প্রদায়ের সভাপতি মহিউদ্দিন খোকা,রংধনু সংসদের প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ,শক্তিমান নাট্যাভিনেতা ও সংগঠক মোঃ সারোয়ার খান, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, নাট্য ব্যক্তিত্ব মিতু মোর্শেদ ও ন্যাটাভিনেতা রাহাত হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যাভিনেতা এমদাদ হোসেন জাবেদ,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্য মেহেবুব মিয়া,মিয়া শহীদ,মোঃ নিজামউদ্দিন,বিমল চন্দ্র ঘোষ,মাসুদ রানা,আজিজুল হাকিম,রিয়াজ আহমেদ টুটুল,সম্রাট হোসেন,নয়ন আহাম্মেদ ক্ষুদে শিল্পী নূরে আজিজ তুষারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম 
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo

Facebook Comments Box


Posted ৬:৩২ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com