মিজান সরকার | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
বর্ণপ্রথা
মিজান সরকার
————————————–
তোমাদের বানানো বর্ণপ্রথায়,
বলি হয়েছে হাজারো মানুষের প্রাণ
আলো বাতাস পানি,
কে বেশি ভোগ করে কে দেখে আসমান।
চাঁদ সূর্য গ্রহ তারা,
কাকে বেশি ভালোবাসে কাকে করে পর
ফুলের সুবাস সাগর নদী,
কে বেশি তৃপ্তি দেয় কে বেশি স্বার্থপর।
চোখ কান নাক অঙ্গ,
সবকিছুই এক আলাদা কেন নয়
হাত পা মুখ,
লাল রক্ত সবার শরীরে এক ধারা বয়।
আইন গড়েছো নিজে স্বার্থে,
হয়েছো স্বর্গীয় পিতা নিজকে করেছো মহান
মানুষের কোন জাত নেই,
কে ছোটো কে বড় নয় ঈশ্বরের বিধান।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো