
আমিনা খানম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
বিবেক ।। আমিনা খানম
“বিবেক”
আমিনা খানম
আজও আছে ‘বিবেক’ জুড়ে বিবেচনা
সুখের দ্বারে হাসি, দুঃখতে অনুশোচনা,
যারা ব’লে, সব-ই গেছে রসাতলে চুকে
ভুল ব’লে ওরা সাহস নেই ওদের বুকে।
হারতে শিখিনি পুরোদমে যদিও আগে
তথাপি মননে কেনো যে বিরাগ জাগে?
মনেহয় সব-ই দূরে ঠেলে উদাস আঁকি
আজীবন নির্জনে ব’সে একাকী থাকি।
ভালো লাগে না, বিকেলের পড়ন্ত ছায়া
স্বপ্নগুলো মিলিয়ে গেলে দেখিনা কায়া।
ভীষণ অসহায়, নিজের নিজেকেই ভয়
আসলে বিধ্বস্ত অন্তরেরই এক বিস্ময়।
আর নয় মিছেমিছি ‘কৃত্রিম’ বাসে সৃষ্টি
আর নয় ‘প্রতিপদে’ ছন্দোবদ্ধের ‘বৃষ্টি’।
যতদিন পৃথিবীতে, এখনো ক’রব ‘বাস’
বিবেক ভাসাব, ছড়াব মানবিক সুবাস।
Posted ৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |