আমিনা খানম | সোমবার, ৩০ আগস্ট ২০২১ | প্রিন্ট
বিলাসী অনুরাগী
আহমেদ ফাতেমা
বেদনার নীল আকাশেএক খন্ড মেঘলা দিন
যদি দেখো হাওয়ায় উড়িয়ে নিচ্ছে মেঘদল।
ভেবে নিও আমি হাওয়া ছিলাম,
তোমার আকাশ জুড়ে।
প্লাবিতো মোহনায় বহমান স্রোত ছিটকে
ঝর্না বহে নিরবদি..
ভেবে নিও আমি সে স্রোতাম্বনী তোমারি লাগি।
সময়ের বহতায় মলীন হয়ে যাওয়া
আচমকা হাওয়া বহে ছড়ায়ে ফিসফাস ।
আমি তোমার আশপাশ উড়ে দিয়ে যাই স্নিগ্ধতা।
তোমার সবখানে আমারি বিচরণ,
হে.. মোর অন্তর সখা অন্তর কাপানো অনুরাগ।
শরীর দমনী সদায় আছো দেহ মনে বিরাজমান,
হৃদয় কাননে ফোটা রক্তজবা.
বেদনার নীল আকাশ জুড়ে ভালোবাসার গুঞ্জন।
ভ্রমর ছুটে যায় ফুলের বাগিচায় ,
বুলবুলি গান গায় কত মধুর সুরলা।
ভেসে আসে নিরবে নিভৃতে মনের গহীনে ।
গানের সুরে মাতোয়ারা হয়ে গেছে মন প্রাণ
সেই আমি অবাক হয়ে তাকিয়ে থাকি।
রজনী গন্ধ ফুলের সুবাসে ছড়িয়ে গেছে অনুরাগ
তোমার বাড়ি।
হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা যে অনন্ত অম্বরের ভালবাসাগুলো জেগে ওঠে সেটাই আমি।
তোমারি অনুরাগের ছোঁয়ায় ছন্দ গানে
ফাগুনে লেগেছে আগুন,মন ছুঁয়ে যায়।
দূর বহুদূরে উড়ে যাওয়া ভিনদেশি অতিথি পাখি।
দূর আকাশের নীলে তাকিয়ে দেখি কিছু তারা
ঝলমল করে।
অজান্তে ভেবে যাই এই আকাশের তারায় তারায়
আকাশ জুড়ে ভালোবাসার গুঞ্জন ওঠে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো