মঙ্গলবার ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনামি চিঠি ।। সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস   |   শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ | প্রিন্ট

বেনামি চিঠি ।। সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস

বেনামি চিঠি

সৈয়দা সালিহা ফেরদৌস


আমাদের কিছু নামহীন সম্পর্ক থাকে
না হওয়া প্রেম থাকে
শত বর্ষের যোজন দূরত্ব থাকে
দৃষ্টির ভ্রম থাকে
যেমন মিতালি থাকে
আকাশ আর সাগরের দিক চক্রবালে
মনে হয় মিলেমিশে একাকার
অথচ গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে
নিজেদের চারধারে।

ভালোবাসায় আগলে রাখেনা কখনো
আবার ছেড়েও যায়না
হঠাৎ হঠাৎ তার দেখা মেলে
কথায় কথায় মায়া বাড়ায়
জড়িয়ে রাখে কায়াহীন ছায়ায়
হুটহাট আবার হারায়
শুধু তুষের আগুনের মতো পোড়ায়।


অন্তরে আধভাঙ্গা কাচের মতো গেঁথে থাকে
না মাড়ানো যায়,না এড়ানো যায় তাকে।
আমাদের কিছু অব্যক্ত অনুভূতি থাকে
সব বোঝেও না বোঝার ভান থাকে
আলো আর আঁধারী অস্পষ্ট কিছু অবয়ব থাকে
যাকে স্পর্শ করা যায়,জড়িয়ে ধরা যায়না
যাকে সর্বস্ব দেয়া যায় তবু কোন অধিকার থাকেনা
নিঃশ্বাসের কাছাকাছি থেকেও তাকে ছোঁয়া যায় না
হৃদয়ের সবটুকু মুঠোয় পুরে দিলেও তাকে পাওয়া হয়না।

আমাদের কিছু অলিখিত অভিযোগ থাকে
স্পর্শকাতর অবুঝ অভিমান থাকে
জোরালো অধিকারে কখনো বলা যায় না
আর কারো চোখে তুমি চোখ রেখোনা
আর কারো ঠোঁটে তুমি ঠোঁট রেখোনা
শুধু আমার হয়ে থাকো, হারিয়ে যেওনা।


আমাদের কিছু মূল্যহীন আবেগ থাকে
কিছু অবশ্যম্ভাবী ব্যর্থতা থাকে
প্রচন্ড ভালোবেসেও ধরে রাখা যায়না
মুঠো আলগা করে দিতে হয়
হারিয়ে যেতে দিতে হয়
তার আকাশস্পর্শী ব্যস্ততার কাছে
এক আলোকবর্ষ দূরত্বে নিজেকে
হারিয়ে যেতে হয় নাম,ঠিকানাহীন।

জমে থাকা অব্যক্ত কথাগুলো
বেনামী চিঠিতে ভাসিয়ে দিয়ে ঠিকানাবিহীন।

শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ আগস্ট ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(617 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com