আজিজুন নাহার আঁখি | শনিবার, ২৪ জুলাই ২০২১ | প্রিন্ট
*ভালো লাগে শরত*
—–আজিজুন নাহার আঁখি
ভালো লাগে শরতের ভোর
শিউলি ঝরা গাছ তলা,
শিশির ভেজা ফুল কুড়াতে
তোমার সাথে কথা বলা।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
ভালো লাগে শরতের আকাশ
সারি সারি মেঘের ভেলা,
নদীর ধারে কাশের বনে
শুভ্র কাশফুলের মেলা।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
ভালো লাগে শরতের সকাল
মিষ্টি রোদের ঝলকানি,
শিশির ভেজা নরম ঘাসে
ভেজাই মোর পা দু’খানি।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
ভালো লাগে শরতের বৃষ্টি
নীলাকাশের রঙধনু,
প্রজাতির ডানায় ডানায়
রাঙাতে এই মন তনু।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
ভালো লাগে বিলের মাঝে
সদ্যফোটা শাপলার হাসি
দলবেঁধে শাপলা তুলতে
বারবার তাই ফিরে আসি।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
ভালো লাগে পুকুর পাড়ের
হিজল গাছের শীতল ছায়া,
বরশী দিয়ে মাছ ধরতে
কিশোরের চোখে স্নিগ্ধ মায়া।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
ভালো লাগে ইঁলশেগুঁড়ি বৃষ্টিতে
ফুলের সাথে ভিজতে,
ফোঁটা ফোঁটা বৃষ্টির কণায়
শীতল পরশ পেতে।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
ভালো লাগে শরতের দুপুরে
মায়ের হাতের ইলিশ খিচুরি,
বিকেল বেলায় চায়ের সাথে
গরম গরম পিয়াজু পুরি।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
ভালো লাগে শরতের রাতে
তারাদের ঐ মিটিমিটি জ্বলা,
দক্ষিণা সমীরণে উঠোনে বসে
রূপকথার সেই গল্প বলা।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো