বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘মায়া’ হচ্ছে না, মন খারাপ শাকিবের

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

‘মায়া’ হচ্ছে না, মন খারাপ শাকিবের

অভিনেতা-প্রযোজক শাকিব খানের এসকে ফিল্মস নতুন সিনেমা হচ্ছে ‘মায়া’। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন এই সুপারস্টার নায়ক। নায়িকাও চূড়ান্ত করে ফেলেছিলেন। তবে এই সিনেমায় নায়িকা বুবলি বাদ পড়লেও শাকিব খানের বিপরীতে কাজ করবেন নায়িকা পূজা চেরি।

কিন্তু পরিচালক-নায়িকা তো ঠিক থাকলেও, ‘মায়া’র শুটিং হচ্ছে না এ বছরে! অনুদান পাওয়ার কয়েক মাস কেটে গেলেও সেটি থমকে আছে ‘মায়া’র চিত্রনাট্যে। তেমনটি জানা গেল চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ এর কাছে।


তিনি বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্যের কিছু কাজ বাকি রয়েছে। তিনি সাফ জানিয়ে দেন এ বছর শুটিং হচ্ছে না।

এদিকে এই চিত্রনাট্যকারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৩ ডজন খানিক গল্প ছাড়াও একাধিক সিনেমার চিত্রনাট্যের কাজ বাকি রয়েছে।’


তিনি আরও বলেন, ‘নাটরে গিয়ে শাকিব খানের ‘অন্তর আত্মা’ শুটিং এ মাস খানিক সময় নষ্ট হওয়ার কারণেই মূলত বাকি কাজে তাকে হিমশিম খেতে হচ্ছে এই চিত্রনাট্যকারের দাবি। বাকি রয়েছে শাকিব খান অভিনীত ওয়াজেদ আলী সুমনের আরও ২টি গল্প লেখার কাজ।’

এর আগে মায়া সিনেমার পরিচালক হিমেল আশরাফ সাংবাদিকদের জানায়, ‘আমার জানামতে সবকিছুই এখনো ঠিকঠাক আছে। মায়া সিনেমার শুটিং এর ব্যাপারে জানাবো।’


গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, শাকিব খানের মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হতে পারে। অর্থাৎ হিমেল আশরাফ সিনেমাটির পরিচালক হয়েছে নাও থাকতে পারেন। পরে তা উড়ো খবর হিসেবে বিবেচিত যায়।

এর আগেও মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হচ্ছে কি না, জানতে চাইলে হিমেল আশরাফ আরও জানান, ‘আমার জানামতে সবকিছুই এখনো ঠিকঠাক আছে। মায়া নিয়ে শাকিব ভাইয়ার কী প্ল্যান, মানে কবে শুট শুরু করবেন বা অন্যান্য বিষয় নিশ্চিত করবেন। এটুকুই আমি জানি।’

এই আগে শাকিব খানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ নামের সিনেমা নির্মাণ করছেন হিমেল আশরাফ। কিছুদিন আগে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই সিনেমা শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে।

সূত্রটি আরও জানান, ‘শাকিব খানের নিজের সিনেমার শুটিং আগেভাগে করা কথা থাকলেও চিত্রনাট্যকার আর এই নায়কের মধ্যে কিছু মন মালিন্যের কথা শোনা গেছে।

তবে ‘রাজকুমার’ সিনেমা নিয়ে হিমেলের দাবি, ‘গানের কাজ চলছে। প্রি-প্রডাকশনও শেষ। এমনকি এই সিনেমার ক্যামেরাম্যান শেখ রাজিবুল ইসলাম রাজীব আমেরিকার ভিসা পেয়েছেন। তার ভিসার জন্য অপেক্ষা করছিলাম। এখন সে এলে ফাইনাল। তারপর শুটের তারিখ এবং অন্যান্য সব লক হবে।’

ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা শাকিব খান দীর্ঘদিন ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি গ্রিনকার্ডও পেয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে দেশের গণমাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন দেশে এসে ‘আগুন’ এর শুটিং করছেন।

Facebook Comments Box

Posted ৬:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com